অসমে ছাড়া  অন্য রাজ্যে  এন.আর.সি নয়

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রদপ্তরের প্রতিমন্ত্রী হংসরাজ  গঙ্গারাম আহির গত  ১৮ই  ডিসেম্বর  লোকসভায় জানিয়েছেন, এন.আর.সি উন্নীতকরণ প্রক্রিয়া, যা অসমে  চলছে তা অন্য কোনো রাজ্যে করার কোনো  প্রস্তাব  কেন্দ্রের নেই৷

বলা বাহুল্য, অসমে  বহু বিতর্কিত  এন.আর.সি নবীকরণের  প্রক্রিয়ার  পর পার্শ্ববর্তী  রাজ্য  ত্রিপুরা, ঝাড়খণ্ড, পঃবঙ্গ  প্রভৃতি  রাজ্যেও এন.আর.সি’র  দাবী তুলেছিল ওই  সব রাজ্যেরে  বিজেপি  দল৷ এ ব্যাপার নিয়ে  ওইসব রাজ্যেও আশংকার  বাতাবরণ  তৈরী  হয়েছিল৷ এই পরিপ্রেক্ষিতে  লোকসভায় প্রশ্ণোত্তর পর্বে স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী পরিষ্কার করেছেন, অন্য  কোনো  রাজ্যে এন.আর.সি নবীকরণের  প্রস্তাব নেই৷

তাহলে  শুধু অসমেই বা কেন?  কেন সেখানকার লক্ষ লক্ষ  বাঙালীকে এইভাবে  বিদেশী বানিয়ে  তাদের  জীবনে  বিভীষিকা  ডেকে  আনা হয়েছে?  এই বাঙালী বিদ্বেষ কেন? ভারতের  সীমান্তবর্তী বহুরাজ্যেই  অনুরূপ অভিযোগ আছে৷ কিন্তু  কোপটা শুধু  বাঙালীদের ঘাড়ের  ওপর কেন? জনসাধারণের  মনে  এ প্রশ্ণ ঘুরপাক খাচ্ছে৷