অসমে ডিটেনশন ক্যাম্পে মৃত্যু আরও এক জনের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ঝাড়খণ্ডের পরাজয়ে বেসামাল হয়ে প্রধানমন্ত্রী বলেছেন দেশে কোন ডিটেনশন ক্যাম্প নেই৷ অবশ্য মোদী মন্ত্রীসভার মন্ত্রীই সংসদে জানিয়েছেন অসমে ডিটেনশন ক্যাম্পে ২৮ জন বন্দী মারা গেছে৷

সেই মৃত্যুর মিছিল অব্যাহত রেখে আরও একজন মারা গেলেন ডিটেনশন ক্যাম্পের৷ গত ৩রা জানুয়ারী গুয়াহাটী মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় নরেশ্বর কোচ নামে এক বন্দীর৷ তিনি গত দু’বছর ধরে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে বন্দী ছিলেন৷ তাঁর বয়স হয়েছিল ৫০ বছর৷ তিনি গোয়ালপাড়া জেলার মরনৈ থানার তিনকোনিয়া পাড়ার বাসিন্দা৷

অসমের সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প  গোয়ালপাড়ায়৷ এখনও পর্যন্ত এই ডিটেনশন ক্যাম্পে ১২ জন বন্দীর মৃত্যু হয়েছে৷ প্রধানমন্ত্রী যতই গলা ফুলিয়ে বলুন দেশে কোথাও কোন ডিটেনশন ক্যাম্প নেই সেটা অসার প্রলাপ ছাড়া কিছু নয়৷ কারণ অসমেও বিজেপিই সরকার চালাচ্ছে৷ সেই বিজেপি সরকারের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী গত জুলাই মাসে অসম বিধানসভায় জানান---অসমে ছয়টি ডিটেনশন ক্যাম্পে ২৫ জন বন্দীর মৃত্যু হয়েছে৷ এই  ২৫ জনের মধ্যে  ১৬ জনই হিন্দু৷