বাঘের শাস্তি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বাঘ নিয়ে শোরগোল গোয়া বিধানসভায়৷ মাসাধিক কাল গোয়ার মহাদায়ী অভয়ারণ্য সংলগ্ণ গ্রামগুলিতে  বাঘের আক্রমণে গোরু-মহিষ ইত্যাদি গবাদি পশু মারা পড়ছিল৷ গ্রামবাসীরা প্রথমে সন্দেহ করেছিল বুনো বেড়ালের কাজ এগুলো৷ কিন্তু অভয়ারণ্যের ভেতর থেকে এক বাঘিনী ও তার তিনটে শাবককে মৃত অবস্থায় পাওয়া যায়৷ বন কর্মীদের ধারণা গ্রামবাসীরা বিষ দিয়ে এদের মেরেছে৷ এর পরেই জানা যায় বাঘের আক্রমণে গবাদি পশু মারা যাচ্ছে৷ বিষয়টি গোয়া বিধানসভায় উঠলে বিধানসভার এন.সি.পি বিধায়ক চার্চিল আলেমাও প্রস্তাব তোলেন গোহত্যার অভিযোগ যদি মানুষকে সাজা পেতে হয় তবে গো হত্যার জন্যে বাঘকেও উপযুক্ত শাস্তি দিতে হবে৷ তার এই প্রস্তাব শুনে সভায় শোরগোল পড়ে৷