বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া ঃ গত ২৬শে জানুয়ারী হাওড়া জেলার অন্তর্গত আমতা থানার খড়দহ নিবাসী প্রবীণ আনন্দমার্গী ভদ্রেশ্বর অধিকারীর পুত্র শ্রীমান অতীন অধিকারীর সঙ্গে আমতা সংলগ্ণ কুমারচক নিবাসী শ্রী মাধব মণ্ডলের কন্যা কল্যাণীয়া বনশ্রী মণ্ডলের আনন্দমার্গীয় প্রথায় শুভবিবাহ অনুষ্ঠিত হয়৷ উক্ত বিবাহের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ এই বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বকুল রায় ও ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ সহযোগিতায় ছিলেন আচার্য পূর্ণব্রতানন্দ অবধূত, সুভাষ মণ্ডল, বাপী মান্না, অতনু দেব ও হরপ্রসাদ দেব৷ আনন্দমার্গের এই বৈপ্লবিক বিবাহ প্রথা গ্রামবাসীদের মুগ্দ করে দেয় ও আনন্দমার্গের আদর্শ সম্পর্কে বিস্তারিত ভাবে জানবার আগ্রহ প্রকাশ করেন৷