বাজেটে বাঙলার সঙ্গে তামাশা রেল প্রকল্প নিয়ে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাজেটে বাঙলার সঙ্গে বঞ্চনার চিত্রটা আগেই ফুটে উঠেছে৷ এবার রেল প্রকল্পে শুধু বঞ্চণা নয় চূড়ান্ত তামাশা করেছে কেন্দ্রীয় সরকার বাঙলার সঙ্গে৷ ৫ই ফেব্রুয়ারী রেলের জোনাল ভিত্তিক প্রকল্পের পিঙ্ক বুক প্রকাশিত হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে বাঙলার বিভিন্ন রেল প্রকল্পের জন্য মাত্র এক হাজার টাকা করে বরাদ্দ হয়েছে৷ রাজ্যের ২০টি নতুন রেল লাইন প্রকল্পে এক হাজার টাকা, ১০-টার বেশী ডবল লাইন নির্মাণ প্রকল্পেও তাই৷ গজ পরিবর্তনের ৫টি প্রকল্পেও এক হাজার টাকা করে বরাদ্দ৷ এভাবে রাজ্যের আরও বেশ কয়েকটি প্রকল্প নিয়ে বাঙলার সঙ্গে কেন্দ্রীয় সরকার তামাশা করেছে৷ ধনেখালি পর্যন্ত সম্প্রসারণ সহ তারকেশ্বর, জয়রামবাটী, বিষ্ণুপুর, আরামবাগ-ইরফালা, ইরফালা-ঘাটাল, আরামবাগ-চাঁপাডাঙ্গা, ময়নাপুর- কামারপুকুর ভায়া বিরষা প্রভৃতি প্রকল্প গুলির জন্যেও এক হাজার টাকা করে বরাদ্দ হয়েছে৷

শুধুমাত্র কাঁচরাপাড়া রেল কোচ ফ্যাক্টরীর জন্য এক লক্ষ টাকা ও কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে৷ তবে ডানকুনি কোচ ফ্যাক্টরীর জন্য বরাদ্দের পরিমাণ রেলের পিঙ্ক বুকে উল্লেখ নেই৷