সংবাদদাতা
পি.এন.এ.
সময়
ডাকা (ঢাকা, বাংলাদেশ) ঃ কয়েকদিন ধরে হু-হু করে লবণের দাম বাড়ছে৷ হঠাৎ কী হ’ল, গুজব ছাড়িয়ে পড়েছে যে বাংলাদেশে লবণের ভাণ্ডার শেষ হয়ে আসছে৷ বাজারে আর লবণ মিলবে না৷ জনসাধারণ উদ্বিগ্ণ হয়ে বেশী করে লবণ কেনবার জন্যে দোকানে ভীড় জমাচ্ছে৷ এই সুযোগে ব্যবসায়ীরাও লবণের দাম বাড়িয়ে চলেছে৷
এই অবস্থায় প্রশাসন নড়ে চড়ে উঠেছে৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এটা অমূলক গুজব৷ এটা অসাধু ব্যবসায়ীদের কাজ৷ পুলিশ গুজব রটনাকারী ১৭ জনকে গ্রেপ্তার করেছে৷ এই ভাবে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম অভাব সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়ায় ও মুনাফা লুঠে৷