বাংলার মেয়েরা দেহরাদুনে জাতীয় অনূধর্ব-১৯ ওয়ানডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন 

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

জাতীয় সিনিয়র ওয়ান ডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ঝুলন গোস্বামীরা৷ সেটাই চাগিয়ে দিয়েছিল মেয়েদের অনূধর্ব-১৯ দলকে৷ এবার জাতীয় অনূধর্ব ১৯ ওয়ানডে প্রতিযোগিতা থেকেও চ্যাম্পিয়ন হয়ে ফিরছে বাংলার মেয়েরা৷

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ১৮১ রান করে বাংলা৷ ৪৯ করে কোশিস আগরওয়াল৷ অধিনায়ক অঙ্কিতা চক্রবর্তী করে ৪০ রান৷ জবাবে ৩৮ ওভারে ১১০-৫ স্কোরে আটকে যায় দিল্লী৷ ভিজেডি পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয় বাংলাকে৷ যুব দলের এই পারফমেন্সতে আপ্লুত  বাংলার সিনিয়র দলের অধিনায়ক  ঝুলন গোস্বামী৷ তিনি বাংলার প্রতিটি মহিলা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন৷  আর বলেছেন--- ‘‘অনুধর্ব-১৯ দলের এই খেলার রীতি বুঝিয়ে দিল যে, বাংলার ঘরে ঘরে ক্রিকেট ঠিকই এগোচ্ছে৷ দলের প্রত্যেককে আমার অভিনন্দন৷

মেয়েদের এই পারফরম্যান্সে মুগ্দ সিএবি প্রেসিডেন্ট  সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ তিনি বলেছেন---‘‘ধারাবাহিক ভাবে ভাল খেলছে  বাংলার মেয়েরা৷ আরও  একবার ওরা আমাদের  গর্বিত করেছে৷ সিএবি সব সময়েই চেষ্টা করে মেয়েদের ক্রিকেট  উন্নত করে তোলার৷ ভবিষ্যতেও তা বজায় থাকবে৷’’

সোমবারই সিএবি-র পক্ষ থেকে আর্থিক পুরস্কার  ঘোষণা  করা হয়৷ দলের প্রত্যেক সদস্য ও সহকারীদের ৫০ হাজার টাকা  করে পুরস্কারমূল্য তুলে দেওয়া হবে৷