বাঙালী বিজ্ঞানীর কৃতিত্ব

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সিলিকোসিস একটি প্রাণঘাতী রোগ৷ ভারতে ১২ মিলিয়নের বেশী লোক এই রোগে আক্রান্ত৷ এতদিন এই রোগ নির্ণয় করা হয় বুকের এক্সরে করে অথবা সিটিস্ক্যানের সাহায্যে৷ তবে এই পরীক্ষায় রোগ আগে থেকে নির্ণয় করা যায়না৷ আক্রান্ত হওয়ার পরেই এক্স-রে বা সিটিস্ক্যানে এই রোগ ধরা পড়ে৷ ফলে সময়ে চিকিৎসা সম্ভব হয়নে৷ অথচ রোগ নিয়ন্ত্রণে আনতে এই রোগের শুরুতেই চিকিৎসার প্রয়োজন৷

সম্প্রতি আইসিএমআরের মুম্বাই ইয়ূনিটের সহকারী ডিরেক্টর বাঙালী বিজ্ঞানী শ্যামসুন্দর নন্দী এই রোগ নির্ণয়ের  জন্যে বিশেষ স্ক্রিনিং কিট তৈরী করেছেন৷ বিশ্বে এই ধরনের কিট শ্যামসুন্দর বাবু ও তাঁর টিম প্রথম তৈরী করলেন৷ এই কিটের সাহায্যে দ্রুত নির্ণয় করা যাবে শ্রমিকদের মধ্যে সিলিকোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কি না৷ ফলে সময়ে রোগ প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যাবে৷ ২০২২ সালের প্রথম দিক থেকে এই কিট ভারতের বাজারে পাওয়া যাবে বলে শ্যামসুন্দর বাবু জানান৷ শ্যামসুন্দর বাবুর এই গবেষণার কাজ আমেরিকার নেচার সায়েন্টিফিক রিপোর্টস্‌ গ্রহণ করেছে৷

শ্যামসুন্দর বাবু পুরুলিয়া জেলার হুড়া থানার  বড়গ্রামের  বাসিন্দা৷ তিনি পুঞ্চা থানার নপাড়া হাইস্কুলের ছাত্র ছিলেন৷  তিনি দ্রুত করোনা রোগ নির্ণয়ের জন্যে বিশেষ কিট আবিষ্কার করেছেন৷ বাঙালী বিজ্ঞানী শ্যামসুন্দর নন্দীর এই কৃতিত্বে যেমন তাঁর নিজের জেলা পুরুলিয়ার মানুষ গর্বিত তেমনি সমগ্র বাঙালী জনগোষ্ঠী তাঁর এই কৃতিত্বে গর্বিত৷