বাঙালী মহিলা সমাজের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে মেদিনীপুর শহরের ২৫ নং ওয়ার্ডের অন্তর্গত গাবনালা গ্রামের ৪০ জন দুঃস্থ মহিলার মধ্যে শাড়ি বিতরণ করা হয় গত ১৪ই অক্টোবর রবিবার সকাল ১০ টায়৷ এছাড়াও মহিলাদের মধ্যে টিফিন প্যাকেট বিতরণ করা হয়৷
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন গাবনালা ইয়ংস্টার ক্লাবের সেক্রেটারী সুনীল মাঝি, বিশিষ্ট সমাজকর্মী স্বপ্ণা জানা, বাঙালী মহিলা সমাজ সম্পাদিকা কল্পনা গিরি,অঙ্গনওয়াড়ি কর্মী সোমা পাত্র৷ এছাড়াও সহদেব মাঝি,শিপ্রা সাউ, পুষ্প ঘোষ, সুমিতা পাল, ইলা পাত্র প্রমুখ উপস্থিত ছিলেন৷ গ্রামের অধিবাসীদের বক্তব্য বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে এইভাবে পরবর্তী ক্ষেত্রে সাহায্য পেলে তারা যথেষ্ট উপকৃত হবে৷ মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কল্পনা গিরি, শিপ্রা সাউ ও স্বপ্ণা জানা৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা ছোট্ট সাংসৃকতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে৷