গত সাত-আট মাস ধরে মেঘালয়ে বাঙালীদের ওপর চলছে চরম নির্যাতন৷ যার নেতৃত্বে আছে খাসী স্টুডেন্ট ইয়ূনিয়ন৷ বাঙালী মাত্রই বাংলাদেশী বিদেশী প্রচার করে বাঙালীদের ওপর দৈহিক নির্যাতন,অর্থনৈতিক অবরোধ, ব্যবসা বানিজ্যসহ জীবন-জীবিকার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে৷
এরই প্রতিবাদে গত ৫ই নভেম্বর কলিকাতার মেঘালয় ভবনে ‘আমরা বাঙালী’সহ বেশ কয়েকটি সংঘটন বিক্ষোভ প্রদর্শন করে৷ দুপুর ১২টার সময় রুবি হাসপাতালের সামনে জমায়েত হয় ‘আমরা বাঙালী’ বঙ্গভাষী মহাসভা ও আরও কয়েকটি সংঘটনের কর্মীরা৷ তারা রুবি হাসপাতালের সামনে থেকে মিছিল করে মেঘালয় ভবনে যায় ও সেখানে কার্যনির্বাহী আধিকারিকের মাধ্যমে মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করে৷ তাদের দাবী অবিলম্বে মেঘালয়ে বাঙালী নির্যাতন বন্ধ করতে হবে৷ বাঙালীদের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে হবে ও খাসী স্টুডেন্ট ইয়ূনিয়নকে নিষিদ্ধ করতে হবে৷
এরপর মেঘালয় ভবনের সামনে একটি বিক্ষোভ সভা করে৷ সেখানে বিভিন্ন বক্তা ভারত সরকার ও মেঘালয় সরকারকে হুঁসিয়ারী দিয়ে বলেন মেঘালয়ে বাঙালী নির্যাতন বন্ধ না হলে ‘আমরা বাঙালী’ বৃহত্তর আন্দোলনে নামবে৷ যার ঢেউ শিলং থেকে দিল্লি পর্যন্ত আছড়ে পড়বে৷ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়, ছাত্র ও যুবনেতা তপোময় বিশ্বাস,কৌস্তভ সাহা, মহিলা সমাজের পক্ষ থেকে গোপা শীল প্রমুখ নেতৃবৃন্দ৷