কলকাতা ১৩ই অক্টোবর ঃ প্রচণ্ড উচ্ছ্বাস ও গণ সম্বর্ধনায় ভেসে গেলেন সর্বভারতীয় বাঙালী উদ্বাস্তু নেতা সুবোধ বিশ্বাস৷ এখানে উল্লেখ করা যেতে পারে যে অসমের শিলাপাথর কাণ্ডে মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে প্রায় দেড় বছর তিনি ধেমাজি জেলে বন্দী ছিলেন৷ সম্প্রতি আদালতের নির্দেশে তিনি জামিন পান৷ কয়েকদিন ধেমাজিতে থাকার পর তিনি গত সপ্তাহে আদালতের অনুমতি পান৷ আদালতের নির্দেশে তার বাড়ী নাগপুর যাওয়ার অনুমতি পান৷ শনিবার বেলা একটায় গৌহাটি বিমানবন্দর থেকে নাগপুর যাওয়ার পথে কলকাতায় আসেন উদ্বাস্তু নেতা সুবোধ বিশ্বাস৷ এইসময় তাঁকে দেখার জন্যে বিমানবন্দরের লাউঞ্জের বাইরে কয়েক হাজার উদ্বাস্তু মানুষ অপেক্ষা করছিলেন৷ বিমানবন্দরের বাইরে আসারপর তাকে শঙ্খ বাজিয়ে বাজিয়ে ফুলের মালায় তাঁকে বরণ করা হয়৷ এখানে উল্লেখ করা যেতে পারে যে সুবোধ বিশ্বাসের মুক্তির দাবীতে আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব শ্রী বকুল চন্দ্র রায় ও অসমের রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ বিভিন্ন সভায় বক্তব্য রাখেন ও অসম সরকারের কাছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আবেদন জানান৷ তার মুক্তিতে কেন্দ্রীয় সচিব ও অসম সচিব সন্তোষ প্রকাশ করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়