বানভাসি বাঙলা---কাঠগোড়ায় ডি.ভি.সি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অতিবৃষ্টির জেরে ডুবেছে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলী ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ৷ হুগলী জেলার খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হাওড়ার আমন উদয় নারায়ণপুর বন্যার কবলে৷ মূলত দামোদর ও রূপনারায়ণ, মুণ্ডেশ্বরী শীলাবতির জলে ডুবছে এইসব অঞ্চল৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির ছাড়া জলকেই দায়ী করেছেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনাতেও সেই কথা উল্লেখ করেছেন৷ ৪ঠা আগষ্ট মুখ্যমন্ত্রী হুগলী খানাকুল ও হাওড়া জেলার আমতা পরিদর্শন করেন৷

ডিভিসি তৈরীর পরিকল্পনাতেই ত্রুটি ছিল৷ তাছাড়া জলাধার গুলোর পলি উত্তলোন না হওয়ায় জলধারণের  ক্ষমতাও কমে গেছে৷ তাই  ঝাড়খণ্ডেও অতিভারী বৃষ্টি হলে দামোদর অঞ্চলগুলিতে  বন্যার আশংকা দেখা দেয়৷ এর আশু কোন সমাধানের উপায়  সরকারের হাতে নেই৷