আই লীগের খেলা হচ্ছে শ্রীনগরে৷ দুই প্রতিপক্ষ স্থানীয় রিয়েল কশ্মীর ও কলকাতার মোহনবাগান ক্লাব৷ দমবন্ধ পরিবেশে অবরুদ্ধ কশ্মীরীরা একটু খোলা হাওয়ার সন্ধান পেয়েই হাড়-কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করে খেলা দেখতে মাঠে হাজির হাজার দশেক দর্শক৷
ম্যাচ দেখতে মাঠে দর্শক আসবে এটা কোন খবর নয়৷ জানুয়ারীর প্রথম সপ্তাহে শ্রীনগরের তাপমাত্রা পাঁচ ডিগ্রির কাছাকাছি থাকাটাও অস্বাভাবিক নয়৷ খবর হ’ল ম্যাচ দেখতে আসা কশ্মীরীদের একটা বড় অংশ স্থানীয় ক্লাবকে ছেড়ে মোহনবাগানের সমর্থনে চিৎকার করে গেল৷ খেলায় মোহনবাগান ২-০ গোলে জয়ী হয়৷ খেলার শেষে কয়েকজন দর্শক জানান---পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সরকার অবরুদ্ধ কশ্মীরীদের পাশে আছে৷ এন.আর.সি. ও সি.এ.এ.-র বিরুদ্ধে আন্দোলনের ঢেউ গোটা দেশে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ থেকেই৷ তাই আমরাও পশ্চিমবঙ্গের পাশে আছি৷ এটা বোঝাতেই আমরা কলকাতার ক্লাব মোহনবাগানকে সমর্থন করেছি৷