গত ৩০শে নভেম্বর অসম রাজ্যের বরপেটায় দোনাচার্য মহাবিদ্যালয়ে আনন্দমার্গের যোগবিদ্যা বিষয়ে আলোচনা সহ প্রশিক্ষণ দেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি তাঁর বক্তব্যে বলেন---মানুষের সার্বিক কল্যাণের উদ্দেশ্য যোগেশ্বর শিব এই যোগবিদ্যা সর্বপ্রথম পৃথিবীতে প্রবর্ত্তন করেন৷ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এই আটটি অঙ্গের সমাহারে এই যোগ সাধনা৷ নিয়মিত অভ্যাসের দ্বারা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কল্যাণ সাধন সম্ভব৷ শ্রীকৃষ্ণ এই যোগবিদ্যাকে আরও সমৃদ্ধ করেন৷ পাণ্ডবদের শৌর্যবীর্যের উৎস হ’ল শ্রীকৃষ্ণ প্রবর্ত্তিত এই যোগ সাধনা৷ পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সর্বসাধারণের কথা ভেবে এই যোগবিদ্যাকে চারটি স্তরে বিভাজিত করেন---প্রারম্ভিক যোগ, সাধারণ যোগ, সহজ যোগ ও বিশেষ যোগ৷ তাঁরই রচিত যোগ সাধনা গ্রন্থে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বলেছেন ---এই যোগ সাধনা নিয়মিত অভ্যাস করে অতি সাধারণ মানুষ অসাধারণত্ব অর্জন করতে পারে৷
বরপেটা জেলার আরও তিনটি মহাবিদ্যালয়ে সুবিধামত সময়ে যোগসাধনার ওপর আলোচনা, প্রশিক্ষণের উদ্দেশ্যে আচার্য কাশীশ্বরানন্দ অবধূতকে অনুরোধ করা হয়৷