বড়পেটা দোনাচার্য মহাবিদ্যালয়ে আনন্দমার্গের যোগবিদ্যার প্রশিক্ষণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০শে নভেম্বর অসম রাজ্যের বরপেটায় দোনাচার্য মহাবিদ্যালয়ে আনন্দমার্গের যোগবিদ্যা বিষয়ে আলোচনা সহ প্রশিক্ষণ দেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী  আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি তাঁর বক্তব্যে বলেন---মানুষের সার্বিক কল্যাণের উদ্দেশ্য যোগেশ্বর শিব এই যোগবিদ্যা সর্বপ্রথম পৃথিবীতে প্রবর্ত্তন করেন৷ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এই আটটি অঙ্গের সমাহারে এই যোগ সাধনা৷ নিয়মিত অভ্যাসের দ্বারা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কল্যাণ সাধন সম্ভব৷ শ্রীকৃষ্ণ এই যোগবিদ্যাকে আরও সমৃদ্ধ করেন৷ পাণ্ডবদের শৌর্যবীর্যের উৎস হ’ল শ্রীকৃষ্ণ প্রবর্ত্তিত এই যোগ সাধনা৷ পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সর্বসাধারণের কথা ভেবে এই যোগবিদ্যাকে চারটি স্তরে বিভাজিত করেন---প্রারম্ভিক যোগ, সাধারণ যোগ, সহজ যোগ ও বিশেষ যোগ৷ তাঁরই রচিত যোগ সাধনা গ্রন্থে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বলেছেন ---এই যোগ সাধনা নিয়মিত অভ্যাস করে অতি সাধারণ মানুষ অসাধারণত্ব অর্জন করতে পারে৷

বরপেটা জেলার আরও তিনটি মহাবিদ্যালয়ে সুবিধামত সময়ে যোগসাধনার ওপর আলোচনা, প্রশিক্ষণের উদ্দেশ্যে আচার্য কাশীশ্বরানন্দ অবধূতকে অনুরোধ করা হয়৷