বেকারত্ত্বের জ্বালায় আত্মহত্যা কমছে বাঙলায়, বাড়ছে উত্তরপ্রদেশে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২রা আগষ্ট সংসদে ২০১৬---২০১৯ সাল পর্যন্ত বেকারত্ত্বের জ্বালায় আত্মহত্যার পরিসংখ্যান পেশ করে  কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক৷ পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০১৬ সাল থেকে দেশে ও বিভিন্ন রাজ্যে বেকারত্বের  জ্বালায় আত্মহত্যার ঘটনা ক্রমশঃ বৃদ্ধি  পেলেও পশ্চিমবঙ্গে কমছে৷

    বেকারত্বের জ্বালায় আত্মহত্যার পরিসংখ্যা---

সাল       দেশ        উত্তরপ্রদেশ    পশ্চিমবঙ্গ

২০১৬     ২২৯৮      ---------      ১০৯

২০১৭      ২৪০৪         ৫৮           ৯৫

২০১৮     ২৭৪১         ৬৩           ৭৫

২০১৯     ২৮৫১        ১৫৬          ৪০

পরিসংখ্যানে স্পষ্ট ডবল ইঞ্জিন রাজ্যে বেকারত্বের জ্বালায় সব থেকে বেশী আত্মহত্যার ঘটনা  ঘটেছে কর্ণাটকে৷ সেখান এখন ডবল ইঞ্জিন সরকার চলছে৷ ২০১৯ সালে কর্ণাটকে বেকারত্বের জ্বালায় আত্মহত্যার ঘটনা ৫৫৩টি৷