সংবাদদাতা
পি.এন.এ.
সময়
বিশ্ব উষ্ণায়ন নিয়ে অনেক আলোচনা, অনেক গবেষণা হচ্ছে৷ এ নিয়ে বিশ্বের বিজ্ঞানী মহল বেশ চিন্তিত৷ তবে এরই মধ্যে আশার কথা শোণাল আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা৷ তারা বেলুনের মাধ্যমে সূর্যের তাপ প্রতিরোধ করার পরিকল্পনা করছেন৷ তাদের এই পরকিল্পনার নাম স্ট্র্যাটোস্ফেরিক কণ্ট্রোলড পারটারবেশন এক্সপেরিমেণ্ট৷
জানা যায় দক্ষিণ-পশ্চিম আমেরিকায় ভূমি থেকে ২০ কি.মি. উচ্চতায় ক্যালসিয়াম কার্বোনেটের কণা ছড়ানো হবে বেলুনের সাহায্যে৷ এরপর বৈজ্ঞানিকেরা দেখবেন ওই কণা কীভাবে ছড়িয়ে পড়ছে ও প্রকৃতিরওপর কী প্রভাব পড়ছে৷ তাছাড়া পরিবেশ, ভূ-রাজনীতি ও নীতিগত দিক থেকে কী প্রভাব পড়তে পারে তাও খতিয়ে দেখা হবে৷ এ বিষয়ে চর্চা করার জন্যে আট সদস্যের একটি প্যানেল তৈরী করা হয়েছে৷