বিভিন্নভাবে ক্রিকেটকে নিয়ে ব্যবসা করার জন্যেই আই.পি.এলের. টি-২০ আয়োজন

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

ইণ্ডিয়ান প্রিমিয়ার লীগ সারা বিশ্বের ক্রিকেট মানচিত্রে এখন বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত৷ এই আই পি এল.-এ টি-২০ ক্রিকেট খেলার লড়াই চলছে প্রায় সারা বিশ্বের সমস্ত ক্রিকেটারদের নিয়ে৷ রঙিন, বাহারি ক্রিকেটের এই আই পি এল ক্রিকেট মেলায় যোগ দিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আভিজাত ধনী ব্যবসায়ী, রূপোলী পর্দার স্বণামধন্য ব্যষ্টিবর্গ ও আরো অনেকে৷ চলছে কোটি কোটি টাকার মেলা৷ চার মারলে টাকা, ছয় মারলে টাকা, আউট হলে টাকা, ক্রিকেটের মাঠে নাচলে টাকা, কমেণ্টারিতে বসে কথা বললে টাকা---দেদার টাকা৷ শুধু মাঠেই টাকা নয়, টাকা উড়ছে মাঠের বাইরেও৷ সেখানে আবার ক্রিকেট হলেই টাকা৷ ব্যাপারটা এইরকম---ধরা যাক কোনও খেলোয়াড় ৫০ রান করল৷ মাঠের বাইরে তাঁর ৫০ করার জন্য বেশ কয়েকজন অর্থ কামিয়ে নিল, আবার কোনও খেলোয়াড় শূন্য করলেও মাঠের বাইরে কারো কারো পকেটে ঢুকবে টাকা৷ সোজা কথায় চলছে দেদার ক্রিকেট জুয়া৷ বাহারি সে জুয়া---নাম লাগাও পাও---বিরাট কোহলির পক্ষে লাগাও৷ বিরাট বিরাট রান করলে অনেকেই পাবে বিরাট টাকা৷ আর যদি বিরাট শূন্য করে? তাহলেও অনেকের পকেট ভারী হবে দেদার টাকায়৷  এই খেলার নাম ড্রিম ইলেভেন, মাই টীম ইলেভেন, হালা প্লে, মোবাইল প্রিমিয়ার লীগ, বল্লে বাজী ইত্যাদি ইত্যাদি৷

আসল কথা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে ব্যবসা চলছে তার রমরমা এখন কল্পনাতীত৷ এই রমরমা ব্যবসার অধিনায়ক ইণ্ডিয়ান প্রিমিয়ার লীগ৷ আই.পি.এল এখন মানুষের খাওয়া ঘুম কেড়ে নিয়েছে৷ জুয়াখেলার কোম্পানীদের নিত্যনতুন অফারে সমাজে ক্রিকেট জুয়ার ধুম জ্বর৷ আগামী প্রজন্মের জন্যে টি-২০-কে পাথেয় করে আই.পি.এল. না জানি আরও ক-ত ধামাকা আনবে ক্রিকেটে! আগামী দিনে কে কত রান করল, কে কত উইকেট নিল তার পাশাপাশি কত দামে কোন খেলোয়াড়কে কেনা-বেচা হ’ল তার  হিসাব থাকছে---সেই দামের নিরিখে জুয়াড়িরা টাকা ঢালবে!  আহা কি আনন্দ! কিন্তু একটা প্রশ্ণ থেকে যায় জুয়া-ব্যবসার এই ক্রিকেটের ঝলকানিতে আসল ক্রিকেট কি হারিয়ে যাবে না?