সংবাদদাতা
পি.এন.এ.
সময়
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্র্বচনে এক তৃতীয়াংশের বেশি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই না হওয়ায় গত ৩রা জুলাই সুপ্রিমকোর্টের বিচারপতি দীপক মিত্র বিস্ময় প্রকাশ করেছেন৷ তাঁর মন্তব্য, ‘‘৪০০-৫০০ আসন হলে একটা কথা ছিল৷ এখানে দেখা যাচ্ছে যে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে ২০,১৫৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন৷ এটা একেবারেই মেনে নেওয়া যায় না৷ পুরো বিষয়টি শকিং৷