ভূ-কৌশলগত বিচারে ভারতের অবস্থা সঙ্কটজনক৷ আর্থিক শ্রীবৃদ্ধিও তলানীতে৷ এই অবস্থায় মোদী সরকার আর্থিক উন্নতির চিন্তা না করে এমন বিষয় নিয়ে পড়েছে যা সামাজিক বিভেদ সৃষ্টি করবে৷ নববর্ষের শুরুতেই ভারত সম্পর্কে এই সতর্কবার্তা জারী করল আমেরিকার একটি সংস্থা---রিস্ক অ্যাসেসমেণ্ট৷ এই মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে---মোদী সরকারের বিতর্কিত নীতিগুলির খারাপ পরিণতির ভোগান্তি শুরু হবে চলতি বছর থেকেই৷
ক্ষমতা আঁকড়ে থাকতে মোদী সরকার অর্থনীতি অপেক্ষা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচীর দিকে বেশী মন দিয়েছে৷ পরিণতিতে আর্থিক দুর্গতি বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আঞ্চলিক বৈষম্য, সাম্প্রদায়িকতা, অস্থিরতা৷ সি.এ.এ. আইন চালু হওয়ার পর দেশে অস্থিরতা দেখা দিয়েছে, মোদী বিরোধিতা বাড়ছে, আন্তর্জাতিক স্তরে মোদীর সমালোচনা বাড়ছে৷ মোদী সরকারের নোট বাতিল, জি.এস.টি, এন.আর.সি., সি.এ.এ., প্রভৃতি বিতর্কিত আর্থিক ও সামাজিক নীতির ফলে অর্থনীতি যেমন বেহাল অবস্থা তেমনি বাড়বে সামাজিক বিদ্বেষ, ঘা খেতে পারে বিদেশনীতিও৷