সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গাছটির নাম মাধুকা ডিপ্লোস্টেমন৷ বিপন্ন প্রজাতির গাছের তালিকায় এর নাম রয়েছে৷ ভারতে এই গাছটি শেষ দেখা গিয়েছিল প্রায় ১৮৫ বছর আগে৷ সম্প্রতি জওহরলাল নেহেরু ট্রপিকাল বোটানিক গার্ডেন এ্যাণ্ড রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গাছটির সন্ধান পান কেরলের কোল্লাম জেলার পারাভুরে একটি শিবমন্দিরের কাছে৷
গাছটির প্রথম সন্ধান পেয়েছিলেন ইস্টইন্ডিয়া কোম্পানির গবেষক রবার্ট ওয়াইট ১৮৩৫ সালে৷ দীর্ঘ সময় পরে গাছটির আবার দেখা পাওয়া গেল৷ গাছটির কথা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর অ্যাঞ্জিওস্পার্মট্যাক্সোন্ জার্নালে৷ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আই.ইউ.সি.এন) বিভিন্ন প্রকার বিপন্ন গাছের তালিকা তৈরী করে৷ সেই তালিকায় এই গাছটিও স্থান পেয়েছে৷ নেহেরু ট্রপিকাল বোটানিক গার্ডেন এ্যাণ্ড রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এইরকম একটি গাছ আবিস্কার করে গর্বিত৷