কোহালিকে আটকানোর চেষ্টাতো পৃথিবীর বিভিন্ন দল কিন্তু অষ্ট্রেলিয়া যে নতুন নক্সা তৈরী করছে তা নিয়ে কোন সন্দেহ নেই৷ প্রাক্তন অষ্ট্রেলীয় অধিনায়ক রিকি পয়েন্টিং এই কার্যে খুবই মনোযোগ দিয়েছেন৷ তিনি পেয়েছেনও৷ তাই সহজ করে তিনি বলেছেন, আগে দেখতে হবে এর আগের ম্যাচগুলিতে বিরাটের পারফোম্যান্স কার বলিং ওভারে খুবই কম পরিমাণ হয়েছে ও তিনি একমাত্র আন্ডারসনকেই বেছে নিয়েছেন৷
ভারতের আসন্ন টেস্ট সিরিজে মাঠে নামার আগেই বিপক্ষ অধিনায়ককে নিশানা বানিয়ে গোলাগুলি ছোড়া শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার, গত ররিবারই অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের ক্যাপ্ঢেন ‘টিম পেন’ জানিয়ে দিয়েছেন, ভারত অধিনায়ক বিরাট কোহালিকে সমস্যায় ফেলার কৌশল জানা রয়েছে৷ তাঁর দলের পেসারদের৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পেন বলেন, ‘‘আমাদের পেসারদের যে সম্মিলিত শক্তি, তা ভারত অধিনায়ক বিরাট কোহালিকে সমস্যায় ফেলার জন্য যথষ্টে ৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘মাঠে কোনও মতেই আবেগপ্রবণ হওয়া চলবে না অস্ট্রেলীয়দের৷ শান্ত মাথায় বিপক্ষকে কোণঠাসা করতে হবে৷’’ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে স্টিভ স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের বল বিকৃতি কাণ্ডের জন্য প্রবল সমালোচিত হয় ক্রিকেট মাঠে অস্ট্রেলীয়দের মানসিকতা ও আচরণ৷ দলের বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারও আসন্ন টেস্ট সিরিজে দলের ভদ্র আচরণের হয়ে সওয়াল করেছেন৷ কিন্তু সিরিজ শুরুর আগে মাঠে অস্ট্রেলীয়দের কুখ্যাত আগ্রাসী আচরণ বন্ধ নিয়ে যতই সমালোচনা হোক না কেন, দেখা যাচ্ছে , বিপক্ষ দলের সম্পর্ক মন্তব্য করে পরোক্ষে চাপ তৈরী করার কৌশল থেকে এখনও সরে আসেন নি৷ অস্ট্রেলীয় ক্রিকেটাররা৷
মাঠে আচরণ নিয়ে অধিনায়ক পেন বলেন, ‘‘যদি আমাদের মনে হয়, কোহালির সঙ্গে বাক্য বিনিময়ের দরকার রয়েছে, তা হলে অবশ্যই তা করব৷ কিন্তু যখন দেখব, ভাল বোলিং হচ্ছে, কোহালি সমস্যায় পড়ছে, তখন তো বাক্য বিনিময়ের দরকার নেই৷’’ পেনের দল ভদ্র হওয়ার চেষ্টা করতে পারে বলে মনে হলেও এতে আপত্তি আছে অনেকের৷ মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেনরা তাঁদের আগের মতো আগ্রাসী হওয়ার পরামর্শই দিয়েছেন৷