বীরভূম জেলার মহম্মদবাজারে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম জেলার মহম্মদবাজার থানার অন্তর্গত গণপুর গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী ডাঃ হরিকিঙ্কর চউধুরী আনন্দমার্গের জাগৃতি ভবনের (আশ্রম) জন্যে দেড় কাঠা জমি দান করেছেন৷ এই জমির ওপর গত ৩রা মার্চ ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড নাম সকীর্ত্তনের আয়োজন করা হয়৷ এই নাম সংকীর্ত্তনে উপস্থিত ছিলেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত, আচার্য কর্মেশানন্দ অবধূত,  আনন্দমার্গের সন্ন্যাসিনী অবধূতিকা আনন্দ প্রজ্ঞাধীশা আচার্যা, অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্যা সহ জেলার বহু আনন্দমার্গী৷ কীর্ত্তন পরিচালনা করেন আচার্য সৌম্যশুভানন্দ অবধূত ও আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷ কীর্ত্তনের পর মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আধ্যাত্মিক প্রবচন থেকে স্বাধ্যায় করেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত৷ এরপর শ্রীনিতাই মণ্ডল আনন্দমার্গের আদর্শেরওপর বিস্তারিত আলোচনা করেন৷

ধর্ম আলোচনার পর পরে সমবেত আনন্দমার্গীরা মিলিত হয়ে এই জমির ওপর অতি সত্ত্বর জাগৃতি ভবন নির্মাণের জন্যে পরিকল্পনা গ্রহণ করেন৷ অনুষ্ঠানে প্রায় ২০০০ স্থানীয় অধিবাসীও যোগদান করেছিলেন৷ সবশেষে সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷