বীরভূম জেলার মহম্মদবাজার থানার অন্তর্গত গণপুর গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী ডাঃ হরিকিঙ্কর চউধুরী আনন্দমার্গের জাগৃতি ভবনের (আশ্রম) জন্যে দেড় কাঠা জমি দান করেছেন৷ এই জমির ওপর গত ৩রা মার্চ ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড নাম সকীর্ত্তনের আয়োজন করা হয়৷ এই নাম সংকীর্ত্তনে উপস্থিত ছিলেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত, আচার্য কর্মেশানন্দ অবধূত, আনন্দমার্গের সন্ন্যাসিনী অবধূতিকা আনন্দ প্রজ্ঞাধীশা আচার্যা, অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্যা সহ জেলার বহু আনন্দমার্গী৷ কীর্ত্তন পরিচালনা করেন আচার্য সৌম্যশুভানন্দ অবধূত ও আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷ কীর্ত্তনের পর মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আধ্যাত্মিক প্রবচন থেকে স্বাধ্যায় করেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত৷ এরপর শ্রীনিতাই মণ্ডল আনন্দমার্গের আদর্শেরওপর বিস্তারিত আলোচনা করেন৷
ধর্ম আলোচনার পর পরে সমবেত আনন্দমার্গীরা মিলিত হয়ে এই জমির ওপর অতি সত্ত্বর জাগৃতি ভবন নির্মাণের জন্যে পরিকল্পনা গ্রহণ করেন৷ অনুষ্ঠানে প্রায় ২০০০ স্থানীয় অধিবাসীও যোগদান করেছিলেন৷ সবশেষে সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷