সংবাদদাতা
পি.এন.এ.
সময়
মানুষের লোভ ও লালসার শিকার হয়ে বিপন্ন বন্যপ্রাণী৷ নির্বিচারে অরণ্য ধবংসের ফলে বন্যপ্রাণী আশ্রয় ও খাদ্য উভয় সংকটে পড়েছে৷ বিজ্ঞানীদের অনুমান এইভাবে চলতে থাকলে আগামী একশ’ বছরের মধ্যে বহু বন্যপ্রাণী পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে৷
কোস্টারিকার অরণ্যে প্রাণী বৈচিত্র্য বিশ্বের মানচিত্রে আলাদা স্থান করে নিয়েছে৷ কিন্তু মানুষের আগ্রাসন দিন দিন যেভাবে বাড়ছে, তাতে কোস্টারিকার গ্রীণ বৈচিত্র্যও বিপন্ন৷ তাই দেশের সরকার প্রাণী বৈচিত্র্য বাঁচিয়ে রাখতে বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে৷ শুধু তাই নয়, অরণ্যের ভিতর দিয়ে যে সমস্ত রাস্তা গিয়েছে সেই সব রাস্তা দিয়েও সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করেছে৷