বোলপুরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে মার্চ বোলপুর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী রাধারাণী পালের বাসগৃহে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ মহামন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তন উপলক্ষ্যে রাধারাণী পালের বাসগৃহে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের মার্গী ভাই-বোনেরা সমবেত হয়েছিলেন৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর মার্গগুরুদেবের রচনা পাঠ করে শোনানো হয় উপস্থিত ভক্তমণ্ডলীদের৷ এরপর কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শনের ওপর আলোচনা করেন ভুক্তিপ্রধান কেশব সিন্‌হা, জিতেন্দ্রনাথ মণ্ডল, শিউড়ি ডিট.এস আচার্য দেবপমানন্দ অবধূত, আচার্য কমের্র্শনন্দ অবধূত ও আচার্য মিতক্ষরানন্দ অবধূত৷

কীর্ত্তনশেষে সমস্ত মার্গী-ভাইবোন ও দাদা দিদিরা একটি কীর্ত্তন শোভাযাত্রা প্রান্তিকের বিভিন্ন পথ পরিক্রমা করে৷