সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২১শে মার্চ বোলপুর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী রাধারাণী পালের বাসগৃহে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তন উপলক্ষ্যে রাধারাণী পালের বাসগৃহে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের মার্গী ভাই-বোনেরা সমবেত হয়েছিলেন৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর মার্গগুরুদেবের রচনা পাঠ করে শোনানো হয় উপস্থিত ভক্তমণ্ডলীদের৷ এরপর কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শনের ওপর আলোচনা করেন ভুক্তিপ্রধান কেশব সিন্হা, জিতেন্দ্রনাথ মণ্ডল, শিউড়ি ডিট.এস আচার্য দেবপমানন্দ অবধূত, আচার্য কমের্র্শনন্দ অবধূত ও আচার্য মিতক্ষরানন্দ অবধূত৷
কীর্ত্তনশেষে সমস্ত মার্গী-ভাইবোন ও দাদা দিদিরা একটি কীর্ত্তন শোভাযাত্রা প্রান্তিকের বিভিন্ন পথ পরিক্রমা করে৷