সম্প্রতি বরাক উপতক্যার বিভিন্ন জায়গায় সরকারি ভাষা আইন অমান্য করে জলজীবন মিশন সহ অন্যান্য সরকারি বোর্ড অসমিয়া ভাষায় লাগানো হয়েছে যাহা অসমের বরাক উপতক্যার ক্ষেত্রে ভাষা আইনের পরিপন্থী৷ এই বেআইনি কাজের প্রতিবাদ করতে গিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যুব শাখার কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে অযথা হেনস্থা করা হচ্ছে, ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে৷
সংঘটনটির পক্ষে সচিব সাধন পুরকায়স্থ এক প্রেস বিবৃতিতে বলেন, সরকার এই কাজটি করে একটি সংঘাতের পরিবেশ সৃষ্টি করেছে৷ এদিকে আবার সারা অসম ছাত্র সংস্থা সহ কিছু অসমিয়া জাতীয়তাবাদী দল ও সংঘটন অসমিয়া ভাষার অসম্মান হয়েছে বলে আওয়াজ তুলে বাংলা ভাষা ও বাঙালীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রাখতে শুরু করেছে৷ ‘আমরা বাঙালী’ তাদের কে অসমের ভাষা আইন অধ্যয়ন করে প্রকৃত আইনকে জেনে নেওয়ার আহ্বান রাখছে৷ অযথা শান্তিপূর্ণ পরিবেশকে বিষময় করে না তুলতে অনুরোধ করছে, সেইসঙ্গে অসম সরকার ও ওইসব সংঘটনগুলিকে বাঙালীর ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য কে নিয়ে ছিনিমিনি না খেলতে হুঁশিয়ার দিচ্ছে৷ ১৯৬১ ইংরেজির, ১৯শে মের একাদশ ভাষার শহীদদের রক্তে অর্জিত আমাদের এই অধিকারকে কেড়ে নিতে দেব না৷ যাদের বিরুদ্ধে অসম সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে অবিলম্বে মামলা প্রত্যাহার করা হোক যথাযথভাবে ভাষা আইন অনুযায়ী ১৯৬১ ইংরেজির সংশোধিত ভাষা আইনের ৫ নং ধারা অনুযায়ী বরাক উপতক্যার সরকারি বেসরকারি সমস্ত স্তরে বাংলা ভাষা প্রয়োগ করা হোক৷ অবিলম্বে অসমিয়া ভাষায় লেখা জলজীবন বোর্ডগুলি ও অন্যান্য সরকারি বোর্ডগুলি সরিয়ে এখানকার সরকারি ভাষা বাংলায় লিখে লাগানো হোক৷