বরাক বাংলায় বলপূর্বক অসমীয়া চাপানোর চক্রান্ত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি বরাক উপতক্যার বিভিন্ন জায়গায় সরকারি ভাষা আইন অমান্য করে জলজীবন মিশন সহ অন্যান্য সরকারি বোর্ড অসমিয়া ভাষায় লাগানো হয়েছে যাহা অসমের বরাক উপতক্যার ক্ষেত্রে ভাষা আইনের পরিপন্থী৷ এই বেআইনি কাজের প্রতিবাদ করতে গিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যুব শাখার কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে অযথা হেনস্থা করা হচ্ছে, ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে৷

সংঘটনটির পক্ষে সচিব সাধন পুরকায়স্থ এক প্রেস বিবৃতিতে বলেন, সরকার এই কাজটি করে একটি সংঘাতের  পরিবেশ সৃষ্টি করেছে৷ এদিকে আবার সারা অসম ছাত্র সংস্থা সহ কিছু অসমিয়া জাতীয়তাবাদী দল ও সংঘটন অসমিয়া ভাষার অসম্মান হয়েছে বলে আওয়াজ তুলে বাংলা ভাষা ও বাঙালীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রাখতে শুরু করেছে৷ ‘আমরা বাঙালী’ তাদের কে অসমের ভাষা আইন অধ্যয়ন করে প্রকৃত আইনকে জেনে নেওয়ার আহ্বান রাখছে৷ অযথা শান্তিপূর্ণ পরিবেশকে বিষময় করে না তুলতে অনুরোধ করছে, সেইসঙ্গে অসম সরকার ও ওইসব সংঘটনগুলিকে বাঙালীর ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য কে নিয়ে ছিনিমিনি না খেলতে হুঁশিয়ার দিচ্ছে৷ ১৯৬১ ইংরেজির, ১৯শে মের একাদশ ভাষার শহীদদের রক্তে অর্জিত আমাদের এই অধিকারকে কেড়ে নিতে দেব না৷ যাদের বিরুদ্ধে অসম সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে অবিলম্বে মামলা প্রত্যাহার করা হোক যথাযথভাবে ভাষা আইন অনুযায়ী ১৯৬১ ইংরেজির সংশোধিত ভাষা আইনের ৫ নং ধারা অনুযায়ী বরাক উপতক্যার সরকারি বেসরকারি সমস্ত স্তরে বাংলা ভাষা প্রয়োগ করা হোক৷ অবিলম্বে অসমিয়া ভাষায় লেখা জলজীবন বোর্ডগুলি ও অন্যান্য সরকারি বোর্ডগুলি সরিয়ে এখানকার সরকারি ভাষা বাংলায় লিখে লাগানো হোক৷