বরাক বাঙলায় উপেক্ষিত বাংলা ভাষা সংস্কৃতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অসমের বরাক উপত্যকায় স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে উপেক্ষা করে বহিরাগত ভাষাকে ভাড়া করে এনে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে৷ বরাকভ্যালির ভূমিপুত্র ও মূল বাসিন্দা বাঙালী৷ এখানকার বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা বাংলা৷ সেই ভাষাকে উপেক্ষা করার পেছনে গভীর ষড়যন্ত্র দেখছে ‘আমরা বাঙালী’৷

এব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন ‘আমরা বাঙালী’ দলের অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্ত ৷ তিনি বলেন--- বরাক উপতক্যার কিছু মানুষ নিজস্ব কৃষি-সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস  উপেক্ষা করে ভাড়া করা ভাষা সংস্কৃতির  প্রচার ও প্রসার করছে৷ এই ধরণের আত্মঘাতী কর্মসূচী অত্যন্ত দুর্ভাগ্যজজনক৷

সাধন পুরকায়স্ত আরও বলেন--- অবিভক্ত কাছাড় (কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা) বর্তমান বরাক উপত্যকা কোনদিন বর্তমান অসমের অঙ্গ ছিল না৷ ১৮৭৪ সালে অসম প্রদেশ তৈরী হলে অর্থনীতিতে দুর্বল অসমের রাজস্ব বৃদ্ধির জন্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ অবিভক্ত কাছাড় ও সেই সময়কার বাঙলার রংপুরের গোয়ালপাড়া মহকুমা অসমের সঙ্গে যুক্ত করেছিল৷

শ্রী পুরকায়স্ত ১৯৬১ সালের ১৯মে ইতিহাস স্মরণ করিয়ে বলেন--- সেই ১১টি তাজা প্রাণের বুকের রক্তের বিনিময়ে বরাকের  মানুষ সরকারী ভাবে নিজস্ব ভাষা স্বাতন্ত্র্যের পরিচয় প্রতিষ্ঠা করতে  সক্ষম হয়৷ ‘আমরা তাদের উত্তরসূরী৷ তিনি আরও স্মরণ করিয়ে  দেন বাঙালীরা মাতৃভাষার জন্যে আন্দোলন করে স্বাধীন রাষ্ট্র ঘটন করতে সক্ষম হয়েছে৷ যারা  নিজের মাতৃভাষাকে উপেক্ষা করে অসমিয়া ভাষার প্রচার করতে নেবেছেন ---তিনি তাদের মাতৃভাষা উপেক্ষা না করার আহ্বান জানান৷ সাধন পুরকায়স্ত বরাক বাঙলার বাংলাভাষী মানুষদের আহ্বান জানিয়ে বলেন--- নিজস্ব ধর্মত্যাগ করবেন না৷ বাঙালী জাতি অন্য কোন ভাষা সংস্কৃতির বিরোধী নয়৷ নিজস্বতা বজায় রেখে সবাইকে নিয়ে এগিয়ে চলাই বাঙালীর ধর্ম৷