বর্তমান বিশ্বে হৃদরোগে মৃত্যুর হার সবচেয়ে বেশী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বর্তমান বিশ্বে হৃদরোগে মৃত্যুর হার ৩২.৩ শতাংশ৷ প্রতি বছর ৩জন পিছু একজন করে মারা যায় হৃদরোগে৷  এরপর মৃত্যু ক্যানসারের কারণে৷ ক্যানসারের মৃত্যুর হার ১৬.৩ শতাংশ৷ এরপর মৃত্যুর  কারণ হল শ্বাসকষ্ট জনিত রোগ (৬.৫শতাংশ)৷ তারপর ডায়াবেটিসে মৃত্যু (৫.৮ শতাংশ)৷ নবজাতকের  মৃত্যু ৩.২ শতাংশ৷ ডায়রিয়া জনিত  অসুখের ফলে মৃত্যু ৩ শতাংশ, পথ দুর্ঘটনায়  মৃত্যু ২.৫ শতাংশ৷ যকৃতের রোগে মৃত্যু-২.৩ শতাংশ৷