ব্যারাক পুরে  অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৩ই সেপ্ঢেম্বর- ব্যারাকপুর নিবাসী শ্রী শেখর সাহার বাড়ীতে  অপরাহ্ণ ৩-৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬-৩০ মিনিট পর্যন্ত অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে ১৯৭০ সালের ৮ই অক্টোবর পরমশ্রদ্ধেয় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী অষ্টাক্ষরী মহানামমন্ত্র াা নাম কেবলম্ কীর্ত্তন প্রবর্ত্তন করেন সেই থেকে  বিশ্বের প্রতিটি প্রান্তের সাধক-সাধিকা সাধনাক্রমের অঙ্গ হিসাবে নিয়মিত কীর্ত্তন করে থাকেন

এই দিন শেখর সাহা তাঁর গৃহে কীর্ত্তনের আয়োজন করেন  ৩-৩০ মিনিটে কীর্ত্তন শুরুর আগে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও কুমারী পারমিতা সাহা তাঁদের সঙ্গে কন্ঠ মেলায় উপস্থিত মার্গী ভাই-বোনেরা এরপর শুরু হয় অখণ্ড কীর্ত্তন কীর্ত্তন পরিবেশন করেন কুমারী পারমিতা সাহা, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, আচার্য সেবাব্রতানন্দ অবধূত, আচার্য বাসুদেবানন্দ অবধূত স্থানীয় মার্গী ভাই বোনেরা কীর্ত্তনে অংশগ্রহণ করেন কীর্ত্তন ও মিলিত সাধনার পর আনন্দ বচনামৃতম গ্রন্থ থেকে আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান আচার্য বাসুদেবানন্দ অবধূত এরপর কীর্ত্তন ও আনন্দমার্গে আদর্শ জীবনধারা প্রসঙ্গে বক্তব্য রাখেন মন্ত্রসিদ্ধানন্দ অবধূত