ব্যারাকপুর ঃ গত ৮ই ফেব্রুয়ারী উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর আনন্দমার্গ স্কুলে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস পালন করা হয়৷ এখানে উল্লেখ্য, ১৯৮২ সালের ৮ই ফেব্রুয়ারী তিনি এই আনন্দমার্গ স্কুল পদার্পণ করেছিলেন৷ এই উপলক্ষ্যে এই দিন সকল ৮ থেকে প্রথমে প্রভাত সঙ্গীত পরিবেশন ও পরে ৩ঘন্টা বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ব্যারাকপুর সহ জেলার বিভিন্ন স্থান থেকে আনন্দমার্গীরা এই অনুষ্ঠানে যোগদান করেন৷ প্রভাত সঙ্গীত পরিবেশন ও কীর্ত্তন পরিচালনা করেন রাজলক্ষ্মী বণিক, সুজাতা বিশ্বাস, হরলাল হাজারি, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত প্রমুখ৷ সঙ্গে সারাক্ষণ খোল বাজান দীপায়ন সামন্ত৷ অখণ্ড কীর্ত্তনের পর এই ইয়ূনিটের প্রবীণ আনন্দমার্গী দীনেশ বিশ্বাস মার্গগুরুদেবের পদার্পণ দিবসের স্মৃতিচারণ করেন৷ এরপর সন্তোষ বিশ্বাস ও আচার্য সত্যশিবানন্দ অবধূত মার্গগুরু সম্পর্কে বক্তব্য রাখেন৷ এরপর সবাই প্রসাদ গ্রহণ করেন৷
ইয়ূনিটের সমস্ত আনন্দমার্গী ভাই-বোনেদের মিলিত প্রচেষ্টায় অনুষ্টানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়৷