ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু এখন থেকেই শুরু কথার লড়াই

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

চলমান বিশ্বকাপের অনেকেই ভবিষ্যৎ বাণী করতে ব্যস্ত৷ কখনো ম্যাকলাম করছেন বাংলাদেশের দেশের আবার ক্ষমাও চাইছেন৷ আবার পাকিস্তানের প্রাক্তণ অধিনায়ক ইনজামাম উল হকও করছেন ভারতের ভবিষ্যৎ বাণী তার মতে  এই বিশ্বকাপে ভারত নাকি হারবে পাকিস্তানের কাছে দাবি করেছে তিনি৷

তার এই দাবিকে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না পুরোপুরি উড়িয়ে দিয়েছেন৷ বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগে ইনজামাম বলেন এবারের বিশ্বকাপে ইতিহাসের চাকা ঘোরাবে পাকিস্তান৷ তিনি মনে করেন , এ বার সরফরাজের নেতৃত্বে  পাকিস্তান শেষ হাসি হাসবে ভারতের বিরুদ্ধে৷ এখন পর্যন্ত বিশ্বকাপে ‘ছ’ বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ৷ এক বারও  ভারতকে হারাতে পারে নি পাকিস্তান৷

ইনজামামের সেই দাবীকে নস্যাৎ করেছেন রায়না, তিনি বলেন, এই বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে জিততে  ভারতের কোন অসুবিধা বা সমস্যা হবে না৷ অবশ্য ভারত এখন পাক ম্যাচ নিয়ে ভাবছে না৷ কারণ পাকিস্তানকে ভারত এখন অতটা গুরুত্ব দেয় না৷ পাকিস্তানের ম্যাচের আগে ভারতের আর তিনটি ম্যাচ আছে যা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ সাউথ আফ্রিকা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে  ম্যাচগুলো যদি  ভারত জেতে, তা হলে এবারও  ভারতের বিরুদ্ধে  পাকিস্তানের জয় অধরাই থাকবে৷  আর ভারত যদি ম্যাচগুলোতে হারে তবেই পাকিস্তানের বিরুদ্ধে চাপ নিয়ে খেলবে কোহলিরা৷

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের যা অবস্থা হয়েছে , তাতে তো সরফরাজের এই দলকে নিয়ে যথেষ্ট চিন্তিত পাকিস্তান৷  মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় টিম৷  এমন খেলা দেখে পাক দল নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা৷ শোয়েব আখতার পর্যন্ত এর সমালোচনায় যুক্ত হন৷ এছাড়া বাকি প্রাক্তন ক্রিকেটাররা খুবই হতাশ হয়েছেন৷ চলতি মাসের ১৬ তারিখে ভারত ও পাকিস্তান ম্যাচের আগেই তাই শুরু হয়ে গেছে কথার লড়াই৷