ভারতীয় ফুটবল দলের উন্নতির জন্য আর্সেনালের প্রাক্তন কোচের দ্বারস্থ হলেন কল্যাণ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপের কথা ভেবেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ ‘ভিশন ২০৪৭’ চালু করেছেন কল্যাণ৷

ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরে উন্নতি প্রয়োজন বলে মনে করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)৷ সেই কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গারের সাহায্য নেবে তারা৷ সারা বিশ্বে ফুটবলের উন্নতির জন্যই ফিফা দায়িত্ব দিয়েছে ওয়েঙ্গারকে৷ বিশ্বকাপ চলাকালীন কাতারে গিয়ে ওয়েঙ্গারের সঙ্গে কথা বলে এসেছেন কল্যাণ চৌবে৷

ভারতীয় ফুটবলের উন্নতির লক্ষ্যে গত শনিবার ‘ভিশন ২০৪৭’ চালু করেন কল্যাণ৷ সেই অনুষ্ঠানে তিনি জানান, ‘‘ফিফার ডেভেলপমেন্ট দলের সঙ্গে আমাদের বিস্তারিতভাবে কথা হয়েছে৷  এই দলের মাথা ওয়েঙ্গার৷ তিনি সাহায্য করবেন তৃণমূল স্তরে ভারতীয় ফুটবলের উন্নতি করার৷ ওয়েঙ্গারের দলের কোচরা ভারতে আসবেন৷ ফুটবলের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থসাহায্য আমরা পেয়েছি৷ আশা করছি ভবিষ্যতেও পাব৷’’

এশিয়ার মধ্যে ভারতকে অন্যতম সেরা করে তোলাই লক্ষ্য বলে জানিয়েছেন এআইএফএফ সভাপতি৷ জোর দেওয়া হয়েছে মহিলা ফুটবলের উন্নতিতে৷ ১১টি বিষয় নির্ধারিত করে সেগুলিতে আলাদা করে জোর দেওয়া হয়েছে৷ স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারত যাতে এশিয়ার প্রথম চার দলের মধ্যে থাকতে পারে, সেই পরিকল্পনাই নেওয়া হয়েছে৷

‘ভিশন ২০৪৭’-কে ভাগ করা হয়েছে চার বছরের ছ’টি বিভাগে৷ আপাতত ২০২৬ পর্যন্ত বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সেটি সম্পূর্ণ করে পরবর্তী চার বছরের লক্ষ্যপূরণ করার চেষ্টা করা হবে৷ এভাবেই এগিয়ে নিয়ে যাওয়া হবে ভারতীয় ফুটবলকে৷ কল্যাণ বলেন, ‘‘বিশ্ব ফুটবলে ভারতের গুরুত্ব ক্রমশ বাড়ছে৷ স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে দেশের ফুটবলকে কোন জায়গায় দেখতে চাই আমরা, তার একটা সবিস্তার পরিকল্পনা করা হয়েছে৷ এই কাজে সবাইকে পাশে চাই৷ ভারতীয় ফুটবলের সোনালি যুগ ফেরাতে চাই৷ ১৯৫০ ও ৬০-এর দশকে এশিয়ায় যে ভাবে দাপট দেখাত. সেই দিন ফেরাতে চাই৷’’