পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে আমরা বাঙালী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে৷ পুরুলিয়া শহরে ভাটবাঁধপাড়া রাঢ় ভবন থেকে একটি শোভাযাত্রা শহরের নানা পথ পরিক্রমা করে আসে দুলমি, নডিয়ায়৷ সেখানে জেলা কার্যালয়ের শহীদ বেদীতে বিভিন্ন নেতৃবৃন্দ মাল্যদান করেন৷ পরে এক সভায় ভাষার জন্য আত্মত্যাগে উজ্জ্বল শহীদদের কথা স্মরণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ৷ উপস্থিত ছিলেন বিভূতি দত্ত, জেলা সচিব লক্ষ্মীকান্ত মাহাত প্রমুখ নেতৃন্দ৷
জলপাইগুড়ি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কদমতলা শহীদ বেদীর সামনে এসে মিলিত হয়৷ কেন্দ্রীয় সাংঘটনিক সচিব খুশীরঞ্জন মণ্ডল, জেলাসচিব ধীরেন রায় প্রমুখ নেতৃবৃন্দ সেখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন৷
কোচবিহারেও পুরসভার সামনে থেকে একটি শোভাযাত্রা কাছারি মোড়ে এসে জমায়েত হয়৷ সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বরেন্দ্রভূমির সাংঘটনিক সচিব দলেন রায়, সুবোধ বর্মন প্রমুখ নেতৃবৃন্দ৷
পশ্চিম মেদিনীপুর শহরের আমরা বাঙালী জেলা কমিটির পক্ষ থেক শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়৷ শহীদ বেদীতে মাল্যদনের পর বিভিন্ন নেতৃবৃন্দ ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন৷ উপস্থিত ছিলেন রাজু মান্না, অসিত দত্ত, শঙ্কর কুণ্ডু প্রমুখ নেতৃবৃন্দ৷
ঝাড়খণ্ড রাজ্যের টাটানগর ও বোকারোতেও দিনটি উদ্দীপনার সঙ্গে পালন করে আমরা বাঙালী৷ টাটানগরে একটি শোভাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাকচি গোলপার্কে জমায়েত হয়৷ সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অঙ্গদ মাহাত ও বিভিন্ন নেতৃবৃন্দ৷
হাওড়ার আন্দুলে শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অর্ণব কুণ্ডু, অরূপ মজুমদার, গোপা শীল ও অন্যান্য নেতৃন্দ৷ পরে পথ পরিক্রমায় বক্ত রাখেন অরূপ মজুমদার৷
ত্রিপুরায় ভাষা শহীদ স্মরণে নানা অনুষ্ঠান
ত্রিপুরায় প্রতিটি জেলায় ‘আমরা বাঙালী’র কর্মী- সমর্থক ও নেতৃবৃন্দ শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করেন৷ আগরতলা শহর, খোয়াই, কাঞ্চনপুর, মনু, চড়িলাম প্রভৃতি শহরে বিপুল উদ্দীপনা ও শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণে দিনটি পালন করে আমরা বাঙালী কর্মী ও নেতৃবৃন্দ৷
দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে ভাষা শহীদ স্মরণে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দ মজুমদার, গৌরীশঙ্কর নন্দী, কিরীটি দাস, মদন বৈদ প্রমুখ আমরা বাঙালী নেতৃবৃন্দ৷