দক্ষিণ অসমের বরাক উপত্যকায় বরাকের ১১ হাজার হেক্টর জমি মিজোরাম জোরপূর্বক দখল করে রেখেছে৷ এর প্রতিবাদে ‘আমরা বাঙালী’ ও অন্যান্য সংঘটন--- বন্ধ, আন্দোলন করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানিয়েও কোন ফল হয়নি৷
‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটির সচিব শ্রী সাধন পুরকায়স্ত বলেন---এবার দীর্ঘস্থায়ী আন্দোলনের প্রয়োজন, কেন্দ্র ও রাজ্য সরকার কোন ব্যবস্থা নিচ্ছেন না৷ বরাকের জমি ফেরতের কোন উদ্যোগ অসম সরকারেও নেই৷ এই পরিপ্রেক্ষিতে সাধন পুরকায়স্ত বলেন- আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী তৈরী করে সীমান্তও পাহারা দিতে হবে, কারণ সরকার সীমান্তে সৈন্য মোতায়েন করলেও সেনাবাহিনী কোন কার্যকর ভূমিকা নেয়নি৷ মিজোরাম পুলিশ পাহাড়ের ওপর বাঙ্কার তৈরী করে আমাদের দিকে বন্দুক তাক করে বসে আছে আমাদের গুলি করে মারার জন্যে৷ তাদের হটানোর জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ বরাকের দখলীকৃত জমি উদ্ধারের কোন ব্যবস্থাও সেনাবাহিনী নেয়নি৷
ত্রিপুরার কানমন থেকে শুরু করে ধলাই পর্যন্ত বরাকের বিস্তীর্ণ অঞ্চল মিজোরাম দখল করে রেখেছেন৷ সরকার সীমানা সুরক্ষার কোনো ব্যবস্থা নেয়নি৷ সীমান্তে বাঙালীদের ওপর নির্যাতন চলছে, তাদের উচ্ছেদ করা হচ্ছে অসম সরকার চোখ বন্ধ করে বসে আছে৷ এখন আমাদেরই সুরক্ষার দায়িত্ব নিতে হবে৷ সরকার মুখে ব্যবস্থার নেওয়া কথা বললেও বাস্তবে কোন ব্যবস্থা নেয়নি৷ জমি উদ্ধারের কোন ভূমিকা সরকারের দেখা যায় নি৷ একটা যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য গুলিতে যে শাসন ব্যবস্থা থাকা দরকার অসম মিজোরাম রাজ্যে সেই শাসনব্যবস্থা ভেঙে পড়েছে৷ তিনি ছাত্রযুবসহ সমস্ত বাঙালীকে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান৷