অসম ঃ ১৪ই সেপ্ঢেম্বর ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটির সচিব শ্রী সাধন পুরকায়স্থ এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন---এন আর সি-তে নথিভুক্ত মানুষও আতঙ্কিত৷ কারণ বহু নাম ভুলে ভরা৷ কারো নামের বানান ভুল, কারো পদবীতে ভুল৷ এইভাবে বিরাট সংখ্যক নাগরিকের নাম ভুল ছাপা হয়েছে৷ ফলে এরা নাগরিকত্ব হারাবার আশঙ্কায় ভুগছে৷ কারণ ভুল নাম সংশোধনের কোনও ব্যবস্থা নেই৷ সাধনবাবু বলেন এই নাম বিভ্রাট আইনের প্যাঁচে পড়ে আরও অনেকে নাগরিকহীন হবে৷ নাগরিক পঞ্জিকা থেকে অনেকেরই নাম বাদ যাবে৷ দায়িত্বশীল মন্ত্রীরাই হুমকী দিচ্ছে নাম বাদ দেবার৷ তিনি বলেন---এন.আর.সি.-র পুরো প্রক্রিয়াটাই ষড়যন্ত্রমূলক৷ মূল উদ্দেশ্য বাঙালীকে বিদেশীর তকমা দিয়ে দেশ থেকে তাড়ানো৷ সরকারীভাবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে ১৫ লক্ষ বাঙালীর নাম নেই৷ তাদের সন্তান-সন্ততি, পরিবার ধরলে আরও ১০ লক্ষ৷ মোট ২৫ লক্ষ বাঙালীকে বিদেশী বানানো হয়েছে৷ এই অবস্থায় বাঙালীর সামনে ঐক্যবদ্ধ গণ আন্দোলন ছাড়া অন্য কোন পথ নেই৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়