লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
দুপুর বেলা ঘুলঘুলিতে
চড়ুই পাখীর ঝগড়া---
কিচির মিচির খাবার ওদের
হয় না সমান বখরা৷
কেউ নেবে না কমতি কিছু,
চায় না কেউ ঠকতে,
তুতুন বাবুর ঘুম ভেঙেছে,
চললো সে তাই বকতে৷
ডান হাতে এক ছড়ি নিয়ে
যেমনি তুতুন উঠলো,
চড়ুইগুলো ফুড়ুৎ ফুড়ুৎ
এদিক ওদিক ছুটলো৷
একটি ছানা নরম ডানা
পারলো নাকো উড়তে
মারের চোটে চললো সে তাই
যমের বাড়ি ঘুরতে৷
হায় রে কপাল, এমনি যারা
নির্দোষ অসহায়
শাস্তি যত তারাই যে পায়
তারাই জীবন খোয়ায়৷
- Log in to post comments