চিরন্তন সত্য

লেখক
বরুণ বন্দ্যোপাধ্যায়

ধর্ম মানে কভু ভোগবাদ নয়

ধর্ম মানে কভু পুরোহিতবাদ নয়

ধর্মের ছায়ায় লালিত হয় মানুষের মূল্যবোধ

ধর্ম মানুষের বিদ্বেষ আর জিঘাংসাকে করে রোধ৷

জীবনের প্রথম প্রভাতে ধর্ম ছিল মানুষের সাথে

ধর্মের সর্বাঙ্গে ধবনিত হ’ল যে সুর

সে সুরে স্পন্দিত হ’ল মোদের অন্তঃপুর৷

যুদ্ধোন্মাদ এই পৃথিবীর কোণায় কোণায়

জাগ্রত মানুষ রঞ্জিত হোক নবচেতনায়৷

পৃত্থির আকাশে-বাতাসে ধবনিত হোক

বিশ্বের সব মানুষের ধর্ম এক, উৎস এক৷