চোখ ঝলসানো সত্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

দয়া করেকেউ এড়িয়ে যাবেন না৷ সচেতন নাগরিকদের কর্তব্য এগুলি জানা৷

ভারতে মোট ৪১২০ জন এম.এল.এ ও ৪৬২ জন এম. এল. সি (বিধান পরিষদের সদস্য) আছে৷ অর্থাৎ মোট ৪৫৮২ জন বিধায়ক আছে৷

প্রতি জন বিধায়কের বেতন ভাতা মিলিয়ে মাসে দুই লাখ টাকা খরচ হয়৷

অর্থাৎ সমস্ত বিধায়কের পেছনে মাসে মোট ৯১ কোটি ৬৪ লাখ টাকা খরচ হয়৷ বছরে খরচ হয় ১১০০ কোটি টাকা৷

ভারতবর্ষে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বর্তমানে ৭৭৬ জন সাংসদ আছে৷ যদিও (রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৫০ এবং লোকসভার মোট সদস্য ৫৪৩)৷

এই সাংসদদের প্রতি জনের পেছনে মাসে ৫ লাখ টাকা করে খরচ হয়৷ কেবল বেতন ও ভাতার জন্যে৷

অর্থাৎ, সমস্ত সাংসদদের জন্য মাসে মোট খরচ হয় ৩৮ কোটি ৮০ লক্ষ টাকা৷ অতএব, বছরে খরচ হয় ৪৬৫কোটি ৬০ লক্ষ টাকা৷ অর্থাৎ ভারতের বিধায়ক ও সাংসদ মিলিয়ে বছরে মোট খরচ হয় ১৫ আরব ৬৫ কোটি ৬০ লক্ষ টাকা৷ (১০০কোটি = ১আরব)৷

এই খরচগুলি কেবল মূল বেতন৷ এছাড়াও, এদের থাকার জন্য ফ্ল্যাট, খাদ্য, রেলযাত্রা, প্লেন যাত্রা, চিকিৎসা, বিদেশযাত্রা, জল, ইলেকট্রিক বিল, গাড়ি ও পেট্রোল, পরিবারের সমস্ত সদস্যদের ঘোরার খরচ, টেলিফোন খরচ প্রভৃতি সুবিধা বিনামূল্যে পায় জনগণের ট্যাক্সের টাকা থেকে৷

অর্থাৎ সমস্ত সুবিধা মিলিয়ে বছরে প্রায় ৩০ আরব টাকা খরচ হয় এই বিধায়কদের পেছনে৷ এবার এদের নিরাপত্তার জন্যে সুরক্ষা কর্মীদের পেছনে কত খরচ হয় দেখুন৷ একজন বিধায়কৃ দুটো বডিগার্ড ও এক সেকশন হাউস গার্ড সহ কমপক্ষে ৫ জন সুরক্ষা কর্মী পায়৷ অর্থাৎ মোট ৭ জন সুরক্ষা কর্মী নিয়োজিত থাকে তার পেছনে৷ প্রতিজন সুরক্ষা কর্মীর মাসিক ২৫ হাজার টাকা বেতন হলে, ৭ জনের মাসে মোট খরচ হয় ১ লক্ষ ৭৫ হাজার টাকা৷

এই হিসাবে ভারতের মোট ৪৫৮২ জন বিধায়কের পেছনে সুরক্ষার জন্য খরচ হয় ৯ আরব ৬২ কোটি ২২ লাখ টাকা৷

একইভাবে মোট সাংসদদের পেছনে খরচ হয় ১৬৪ কোটি টাকা৷

জেড শ্রেণী সুরক্ষা প্রাপ্ত নেতা-মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সকলের পেছনে প্রায় ১৬ হাজার সুরক্ষা কর্মী আলাদা করে রাখা আছে৷ যাদের পেছনে বছরে মোট ৭৭৬ কোটি টাকা খরচ হয়৷

একইভাবে ক্ষমতাসীন নেতাদের সুরক্ষার জন্যে ভারতবর্ষে মোট ২০ আরব টাকা খরচ হয়৷ অর্থাৎ সব মিলিয়ে বছরে নেতাদের পেছনে কমপক্ষে ৫০ আরব টাকা খরচ হয়৷

এই সকল খরচ, আর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রতিটি রাজ্যে রাজ্যপাল, প্রাক্তন নেতাদের পেনশন, বিভিন্ন পার্টির অধ্যক্ষ ও তার পেছনে সুরক্ষা সম্পর্কিত খরচ৷ পার্টির নেতাদের পেছনে খরচ যুক্ত হয়নি৷

যদি এই সমস্ত খরচকেও যুক্ত করা হয়, তবে বছরে ভারতবর্ষের নেতাদের পেছনে ১০০ আরব টাকার ওপরে খরচ হয়৷ এবার ভাবুন আমরা আমাদের দেশের নেতাদের পেছনে বছরে ১০০ আরব টাকার বেশী খরচ করি৷ কিন্তু এর বদলে দেশের গরীব লোকেরা কি পায়?

তথ্য সংগ্রাহক ঃ সোমক সরকার