সংবাদদাতা
পি.এন.এ.
সময়
একটি সমীক্ষায় জানা গেছে, অন্ধত্ব কমাতে আঙুরের বিশেষ ভূমিকা আছে৷ চোখের রেটিনা নষ্ট হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়৷ নিয়মিত আঙুর খেলে রেটিনার কোষগুলি রক্ষা পায়৷ দৃষ্টিশক্তি থাকে স্বচ্ছ৷ সেই কারণে যাঁরা রেটিনার সমস্যায় ভোগেন ও অন্ধ হয়ে যাবেন বলে ভয় করেন, তাদের নিয়মিত আঙুর খেতে পরামর্শ দেওয়া হয়েছে৷