দাবায় দেশের ৭৮তম গ্র্যান্ড মাস্টার হলেন বাঙলার কৌস্তভ চট্টোপাধ্যায়

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আরও এক গ্র্যাণ্ড মাস্টার পেল বাঙলা৷ দেশের ৭৮তম গ্র্যাণ্ড মাস্টার হলেন কৌস্তভ চট্টোপাধ্যায়৷ ১৯ বছরের কৌস্তভ বাঙলার দশম গ্র্যাণ্ড মাস্টার৷ নতুন বছরে তিনি খুশির খবর বয়ে এনেছেন রাজ্যের দাবায়৷

গত বছরের শেষ দিনে গ্র্যান্ড মাস্টার হয়েছেন কৌস্তভ৷ বাংলার আর এক গ্র্যাণ্ড মাস্টার মিত্রাভ গুহর সঙ্গে ড্র করে এই কীর্তি করেছেন তিনি৷ এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে বাঙলাদেশে দাবা প্রতিযোগিতায় নিজের প্রথম জি.এম নর্ম জিতেছিলেন কৌস্তভ৷ ২০২২ সালের নভেম্বরে এশিয়ান কন্টিনেন্টাল প্রতিযোগিতায় নিজের দ্বিতীয় জিএম-নর্ম জিতেছিলেন তিনি৷ অবশেষে গ্র্যাণ্ড মাস্টার হলেন কৌস্তভ৷ ফাইড রেটিংয়ে আগষ্ট মাসে ২৫০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছিলেন কৌস্তভ৷

১৯৯১ সালে বাঙলা থেকে প্রথম গ্র্যান্ড মাষ্টার হয়েছিলেন দিব্যেন্দু৷ বিশ্বনাথন আনন্দের পরে তিনি দেশের দ্বিতীয় গ্র্যাণ্ড মাস্টার৷ তারপর ২০০৩ সালে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ও সন্দীপন চন্দ,২০০৬ সালে নীলোৎপল দাস, ২০১০ সালে দীপ সেনগুপ্ত, ২০১৩ সালে সপ্তর্ষি রায়চৌধুরী, ২০১৬ সালে দীপ্তায়ন ঘোষ, ২০১৮ সালে সপ্তর্ষি রায় ও ২০২১ সালে মিত্রাভ গুহ এই রাজ্য থেকে গ্র্যান্ড মাস্টার হয়েছেন৷ সেই তালিকায় নাম জুড়ল কৌস্তভের৷