দধীচি দিবসে মালদায় চিকিৎসা শিবির 

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মালদা ঃ গত ৫ই মার্চ দধীচি দিবস উপলক্ষ্যে  মালদা জেলার  মানিকচক ব্লকের লালবাথানী-ছোট ভবানীপুর গ্রামে আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে ও হোমিও প্যাথিক চিকিৎসক শ্রী অজিত মন্ডলের পরিচালনায় একটি চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ প্রায় দেড়শতাধিক দুঃস্থ রোগীকে এই শিবিরে চিকিৎসা সহায়তা ও ঔষধ প্রদান করা হয়৷ চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন আচার্য রত্নেশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ মহাবিদ্যা আচার্যা৷ এই শিবির পরিচালনায় সাহায্য করেন স্থানীয় আনন্দমার্গী সর্বশ্রী সুনীল মন্ডল, সুবল মন্ডল, প্রভাস মন্ডল ও সঞ্জয় মন্ডল প্রমুখ৷ উপস্থিত জনসাধারণের মধ্যে আনন্দমার্গের সাধনা, সেবাকার্য  ও দধীচি দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন আচার্য রত্নেশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ মহাবিদ্যা আচার্যা৷