সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরা পাড়ার মেয়ে স্বর্র্ণলী দে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী৷ পিতা অধ্যাপক বিশ্বজিত দে, মাতা সুবর্ণা দে৷ জয়েন্ট সি.এস.আই আর ইউ.জি.সি নেট জুন ২০২০ সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হয়েছেন স্বর্ণালী৷ এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল গত জুন মাসে৷ কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে যায়৷ অবশেষে গত ২১শে নভেম্বর ২০২০, পরীক্ষা হয়৷ পরীক্ষার ফলপ্রকাশে দেখা যায় স্বর্র্ণলী প্রথম স্থান পেয়েছে৷ স্বর্র্ণলী বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত বালিগঞ্জ সায়েন্স কলেজে প্ল্যান্ট ফিজিওলজির ওপর গবেষনা করছেন৷ এই কলেজ থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান পেয়ে এম.এস.সি পাশ করেন ২০১৭-১৯ বর্ষে৷ কলিকাতা বেথুন কলেজ থেকে বটানিতে অর্নাস নিয়ে পরীক্ষাতেও তিনি দ্বিতীয় স্থান পেয়েছেন৷