লেখক
পথিক
ঊনিশ শ’ বিরাশি সালের
৩০শে এপ্রিল
বিজন সেতুতে আর
বুন্দেল গেটের পাশে
সতেরটি অনুপম প্রস্ফুটিত গোলাপ
যাদের সুবাসে সুবাসিত হচ্ছিল
সভ্যতা–সমাজ....
অকস্মাৎ হিংস্র পিশাচেরা
শাণিত অস্ত্র দিয়ে
ছিন্নভিন্ন করে দিল গোলাপের দল
অ্যাসিড দিয়ে ঝলসিয়ে
পেট্রোল দিয়ে জ্বালিয়ে
প্রাণোচ্ছল নগরীর হূৎপিণ্ডে
রচনা করল
বীভৎস শ্মশান৷
সেদিন প্রকাশ্য দিবালোকে
সূর্য ডুবে গেল
যে সূর্য সমাজকে আলো দেয়
যে সূর্য ফুল ফোটায়
সভ্যতার কাননে কাননে
মানব জীবনে জ্যোতির ঝলক আনে
সে সূর্য নিভে গেল৷
তবু কারো হুঁশ নেই
নিশ্ছিদ্র অন্ধকারে এমনি করে
কতদিন আমাদের হাঁটতে হবে??
- Log in to post comments