দলে ফেরার লড়াইয়ে আবার রঞ্জির ময়দানে যুবরাজ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

দিন দলের বাইরে থাকার ফলে সকলেই ভুলতে বসেছি৷ তিনি আর কেউ নন যুবরাজ সিং৷ গত ১৭ মাস তিনি ভারতীয় দলের বাইরে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উইনার তিনি৷ কিন্তু এখন জাতীয় দলে তাঁর কোন স্থান রয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে৷ ঘরোয়া একদিবসীয় টুর্র্ণমেন্ট বিজয় হাজারে ট্রফিতে খুব খারাপ না খেললেও রাজ্য দলে জায়গা হারাতে হয়েছে তরুণ রক্তের কাছে৷ তবুও লড়াই তো তাঁর রক্তে৷ তাই আরও একবার জাতীয় দলে ফেরার লক্ষ্যে নিজের রাজ্য দল পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নামতে চলেছেন যুবরাজ সিংহ৷

চমৎকার ফর্মে থাকা পঞ্জাবের মিডল অর্ডার ব্যাটসম্যান শুভমন গিল ভারতীয় ‘এ’ দলের হয়ে বিদেশ সফরে চলে যাওয়ায়, তাঁর জায়গায় হঠাৎই রাজ্য দলে ডাক পেয়েছেন যুবি৷ রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডের পরবর্তী তিনটি ম্যাচের জন্য আপাতত তাঁকে নির্বাচন করা হয়েছে বলে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে৷ প্রথম দু’টি ম্যাচ থেকে একটি পয়েন্টও না পাওয়ায় এবারে পঞ্জাব দলের রঞ্জি অভিযানের শুরুটা একদমই ভাল হয়নি৷ যুবরাজের অন্তর্ভুক্তি পঞ্জাব দলে অভিজ্ঞতার অভাব ঢাকতেও সাহায্য করবে বলেও মনে করছে বিশষজ্ঞ মহল৷

২৮ নবেম্বর দিল্লির বিরুদ্ধে তাদের ঘরের মাঠ ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে খেলতে নামবে পঞ্জাব৷ ফিরোজ শা কোটলা যুবরাজের খুবই পয়মন্ত মাঠ৷ এই মাঠেই রঞ্জি ট্রফির ম্যাচে বরোদার বিরুদ্ধে তাঁর দুর্র্দন্ত দ্বিশত রান আবার জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল তাঁর সামনে৷

পরের বছরেই বিশ্বকাপ৷ একমাত্র অম্বাতী রায়ডু ছাড়া ভারতীয় দলের মিডল অর্র্ডর এখনও সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারছে না৷ এছাড়া ১৮ই ডিসেম্বরের আগে ফ্যাঞ্চাইজি লিগের রিক্রটারদের ‘গুড বুক’-এ নাম লেখাতে এই তিনটি ম্যাচই ভরসা যুবরাজের৷ ক্যান্সারের মতো মারণব্যধিকে তো তিনি পরাজিত করেছেন এবার দেখার পালা ক্রিকেটের সেই পুরনো স্রোতের যুবি আমরা ফিরে পাই কিনা৷ এই লড়াইয়েও তিনি জিততে পারবেন কিনা৷