ভারতীয় ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্স এখন বিশ্বের যে দলের কাছে ঈর্শনীয়৷ ইংল্যাণ্ডে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ট্রফি জিতে ফেরাটা ভারতের সামনে এখন সময়ের অপেক্ষা৷ ব্যাটে-বলে বিরাট-রোহিত-উমেশ-অশ্বিনরা এখন অপ্রতিরোধ্য৷ এর মূল কারণ দলীয় সংহতি---বললেন দলনায়ক৷ বিরাট কোহলি৷ তাঁর কথায় শচীন-সৌরভরা যেখানে খেলাটাকে রেখে গেছেন সেই ধারা বজায় রাখতে আমাদের সবলেই মরিয়া৷ তরুণ খেলোয়াড়রা সবসময় নিজেদের পুরোটা দেবার জন্যে মুখিয়ে থাকে৷ তাই আমার একে অপরের পরিপূরক হিসেবে ব্যাট-বল আর ফিল্ডিংয়ে মনোযোগ করি---বললেন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে৷ প্রবাদপ্রতিম ক্রিকেটার সুনীল গাভাসকার মনে করেন এখন ভারতীয় ক্রিকেট দল বেশ ব্যালান্সড৷ আই সি সি চ্যাম্পিয়ন্স জিতে লণ্ডনে নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ্ রাখতে যা যা করা উচিত ভারত তাই করছে৷ দু-একটি ক্ষেত্রে ছাড়া ভারত ভুল প্রায় করেইনি৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এ্যাগ্রেসিভ ক্রিকেট প্রাক্তন সব ক্রিকেটারের প্রশংসা কুড়িয়েছে৷ সবমিলিয়ে ভারতের যে ফর্ম আর জেতার জন্যে টিম স্পিরিট তাতে আগামী দিনে ভারত ক্রিকেটপ্রেমীদের অনেক ভাল ক্রিকেট উপহার দিতে পারবে৷
সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়