সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৮,৯,১০ফেব্রুয়ারী দুমকাতে আনন্দমার্গের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এটি হ’ল হুগলি, হাওড়া, বর্ধমান ও দুমকা ডায়োসিসের আনন্দমার্গীদের জন্যে ফার্ষ্ট ডায়োসিস স্তরের সেমিনার৷ এই সমস্ত এলাকা থেকে দেড় শতাধিক সক্রিয় আনন্দমার্গী এই সেমিনারে যোগ দিয়েছিলেন৷
এতে ‘যোগ, তন্ত্র ও ভক্তিতত্ত্ব’, ‘আনন্দমার্গ এক বিপ্লব’, ‘বিশ্বায়ন’---এই বিষয়গুলির ওপর আলোচনা করেন আচার্য রবীশানন্দ অবধূত৷ ‘প্রমাতত্ত্বে’র-ওপর আলোকপাত করেন আচার্য তথাগতাননন্দ অবধূত৷ এছাড়া প্রত্যহ পাঞ্চজন্য, অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনা, প্রভাত ফেরী প্রভৃতির মাধ্যমে সেমিনারে এক সুন্দর আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছিল৷