দূর্গা পূজোর সময় মানুষের ভিড়ে যেভাবে সংক্রমণ বৃদ্ধির আশংকা করেছিল স্বাস্থদপ্তর ও বিভিন্ন বিশেষজ্ঞ মহল , পূজোর পর ১৪ দিন অতিক্রান্ত হলেও সেরকম কিছু ঘটেনি৷ বরং বর্তমানে আক্রান্তের সংখ্যা কমের দিকে৷ গত কয়েকদিন সুস্থতার হারও বাড়ছে৷
তবে সামনে কালীপূজো, ছটপূজো,জগদ্বাত্রী পূজো আসছে৷ ইতিমধ্যে হাইকোর্ট থেকে কালীপূজো ও ছটইপূজোয় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ কালীপূজো ও দীপাবলীতে বাজি নিষিদ্ধ করেছে আদালত৷ ছটই পূজোতেও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে৷ এবার রবীন্দ্র সরোবরে ছট্পূজো নিষিদ্ধ৷ এখন প্রশাসন ও জনগণ কতটা সচেতনতার পরিচয় দেয়, সেটাই দেখার৷ দূর্গাপূজায় সংক্রমণ রুখে বাহবা কুড়িয়েছে রাজ্য প্রশাসন৷ মানুষও অবশ্য সচেতনতার পরিচয় দিয়েছেন৷ আগামী দিনে সেই ধারা কি বজায় থাকবে! তবে এবার লোকাল ট্রেনও চালু হয়েছে৷ সংক্রমণের বৃদ্ধির একটা আশংঙ্কা এদিক থেকেও থাকছে৷ এই অবস্থায় শুধু প্রশাসন নয় জনগণকেও যথেষ্ট সচেতনতার পরিচয় দিতে হবে৷