ধাওয়ান না খেললেও ভারতের শক্তি কমবে না

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

নেথান কুল্টার-নাইলের একটা বল লাফিয়ে  উঠে তাঁর বাঁ-হাতের  গ্লাভসে আঘাত করেছিল৷ যার জেরে বুড়ো  আঙুল ফুলে যায় শিখর ধওয়নের৷ আঙুলের  যন্ত্রণা উপেক্ষা করে ম্যাচ জেতানো  সেঞ্চুরি করে যান তিনি৷ কিন্তু তাঁর চোট নিয়ে সমস্যায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের৷ ধওয়নের আঙুলে স্ক্যান হবে৷ দেখা হবে, চোটের  অবস্থা কী? তার  পরে দলের ফিজিও প্যাটট্রিক ফারহার্ট ঠিক করবেন, পরের ম্যাচে ধওয়ন খেলতে  পারবেন কি না৷

বিশ্বকাপের আসরে সব ম্যাচই গুরুত্বপূর্ণ৷ তাই শিখর ধাওয়ানের সুস্থ থাকাটা ভারতের জন্যে খুবই জরুরী৷ তবে চোট কতটা গুরুতর, তার উপরে অনেক কিছু নির্ভর করবে৷ অষ্ট্রেলিয়ার  বিরুদ্ধে  ম্যাচে আর ফিল্ডিং করতে নামেননি ধওয়ন৷ পুরো পঞ্চাশ ওভারই ফিল্ড করেন রবীন্দ্র জাডেজা৷ ধাওয়ানের  হাতে এখন টেপ লাগানো আছে৷ দুরন্ত  ফর্মে  থাকা  এই ওপেনারের আঙুল  যেন না  ভাঙে, এটাই এখন ভারতীয় শিবিরের প্রার্থনা৷

আঙুলে চোট পেলেও ম্যাচের পরে কিন্তু  ফুরফুরে মেজাজেই  দেখা গিয়েছে  ধাওয়ানকে৷ ‘চহাল টিভি’-তে  এসে রীতিমতো হাসিঠাট্টা করতে দেখা যায় এই ওপেনারকে৷  ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে  পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, শিখরের হাতে এখন টেপ লাগানো আছে৷ ‘বিশ্বকাপে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল  বিরাট  কোহালির ভারতকে৷ পর পর দু’ম্যাচে টিম ইণ্ডিয়া মাটি  ধরিয়েছে দক্ষিণ আফ্রিকাকে ও অষ্ট্রেলিয়ার মতো  প্রতিপক্ষকে৷ সেই জয়ের  রেশ কাটতে  না কাটতেই  ভারতের  সাজঘরে  বড় ধাক্কা৷ বুড়ো আঙুলের  চোট ছিটকে দিল ভারতের  ওপেনার শিখর ধাওয়ানকে৷

তবে চোট আঘাত খেলোরই অঙ্গ৷ ভারতের দল যথেষ্ট ব্যালান্সড৷ শক্তিশালী এই দল কোনও এককজনের সাফল্যের দিকে তাকিয়ে থাকবে না৷ ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম ইণ্ডিয়া৷ বিশ্বকাপের মত আসরে প্রতিটি ম্যাচেই  হাড্ডাহাড্ডি লড়াই হবে৷ প্রয়োজনে পরিবর্ত খেলোয়াড় মাঠে নেমে পরিস্থিতি সামাল দেবে৷  যেমন অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে পরিবর্ত খেলোয়াড় হিসেবে জাদেজা ভাল ফিল্ডিং করলেন৷

আগামী দিনে শিখরের অবস্থা যাই হোক না কেন ভারতীয় দল কিন্তু চিন্তিত নয়৷ মনে রাখতে হবে একজন খেলোয়াড়কে নিয়ে দল গড়া হয় না৷ সকলকেই ভাল খেলতে হয়৷ এমনও তো হতে পারে শিখরের পরিবর্ত খেলোয়াড় এই বিশ্বকাপে আরও ভাল পারফরম্যান্স করলেন৷ সেই কারণে ইতিবাচক মনোভাব নিয়ে যে কোন বিপরীত পরিস্থিতিকে হেলায় ফেলে দিয়ে ভারতের এখন লক্ষ্য মিশন বিশ্বকাপ৷