আলুর দম, আলুর পোস্ত, আলুভাজা, আলুভাতে বাঙালীকে ভুলিয়ে ছাড়বে কেন্দ্রীয় সরকারের অত্যাবশ্যক পণ্য সংশোধনী আইন৷ প্রধানমন্ত্রী যতই কর্ষক বন্ধু সেজে ঘুরে বেড়ান, কিন্তু তাঁর সরকারের অত্যাবশ্যক পণ্য সংশোধনী আইনের সুযোগ নিয়ে মুনাফা লুটছে মুনাফাখোর মজুতদাররাই৷ নূতন সংশোধনী আইনে অত্যাবশ্যক পণ্যের আওতায় আলু নেই৷ ফলে যতখুশি আলু মজুত করার কোন আইনি বাধা নেই৷ একশ্রেণীর অসৎ ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগিয়ে আলু মজুত করে রাখছে৷ হিমঘর থেকে আলু বাজারে আসছে লাগাম ছাড়া দামে৷ মজুত আলু উদ্ধার করার কোনো আইনি ক্ষমতা এখন সরকারের হাতে নেই৷ সরকারের অবস্থা এখন হিমঘরের পাহারাদারের মত৷ আলুর এই আকাশ ছোঁয়া দামে কর্ষকের কোন লাভ নেই৷ কারণ অধিকাংশ মধ্যবিত্ত কর্ষকই মাঠের আলু নগদ পয়সায় দালালের হাতে তুলে দেয়৷ সেখান থেকে মজুতদারের হাত হয়ে আলু হিমঘরে যায়৷ ফলে আলুর আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি এইসব মুনাফাখোর মজুতদার ব্যবসায়ীদের কুটকৌশলের পরিণাম৷ সরকার এখন নিরুপায়৷ আলুর লাগামছাড়া দাম নিয়ন্ত্রণ করার কোন উপায় সরকারের নেই৷ সরকার এখন তাকিয়ে আছে পঞ্জাব উত্তর প্রদেশের দিকে৷ নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ওই দুইরাজ্যের আলু পশ্চিমবঙ্গের বাজারে আসতে শুরু করবে৷ তখন আলুর দাম কিছুটা হয়তো কমবে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়