একগুচ্ছ কবিতা

লেখক
কৌশিক খাটুয়া

নারী

আমরা সহনশীলতার মূর্ত প্রতীক

পারি সকল বিঘ্ন যুঝিতে,

জননী, ভগিনী নন্দিনী রূপে

আসি শান্তির পথ খুঁজিতে৷

পূর্ণিমা-চাঁদ

পূর্ণিমা চাঁদের স্নিগ্দ-মুগ্দ হাসি

স্বচ্ছ জলে প্রতিবিম্ব স্পষ্ট,

মনের মাঝে বাজে মোহন বাঁশি

হারিয়ে যায় জাগতিক যত কষ্ট৷

 

সন্ধ্যা

ঝিঁঝির ডাকে নিস্তব্ধতার প্রকাশ

জ্যোৎস্নালোকে ভরে গেছে ধরা,

দখিন হাওয়ায় চাঁপা ফুলের সুবাস

তাঁর করুণায় স্বর্গ যেন গড়া৷

 

সকাল

মাঝ বয়সী ধানের চারা

নিত্য দেখে সূর্য,তারা,

কিন্তু চারা ভালোবাসে

চন্দ্রানি রাত,

শিশির মাথায় বরণ করে

সোনা ঝরা প্রভাত৷

 

আশা

জ্যোৎস্না উতল হাওয়ায়

ঢেউ খেলে যায় ধানের চারায়

কৃষকের হাসি সবার আগে

সম্বৎসরের আশা জাগে৷