গোড্ডায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২০শে সেপ্ঢেম্বর ঝাড়খণ্ডের গোড্ডায় ছয় ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ৭-৩০ মিনিটে কীর্ত্তন শুরু হয় ও অপরাহ্ণ ১-৩০ মিনিটে কীর্ত্তন শেষ হয়৷ কীর্ত্তন উপলক্ষ্যে গোড্ডা ডিটের মার্গী ভাই বোন ও বহু সাধারণ মানুষ সমবেত হয়েছিলেন৷ সকলেই কীর্ত্তনের সুর মুর্চ্ছনায় এক স্বর্গীয় পরিবেশে ছয় ঘন্টা অতিবাহিত করেন৷ কীর্ত্তন ও মিলিত সাধনা শেষে জেলার ভুক্তি প্রধান শ্রী ভূপাল পণ্ডিত কীর্ত্তন মাহাত্ম্য ও  আনন্দমার্গ দর্শন বিষয়ে বক্তব্য রাখেন৷

কীর্ত্তন শেষে স্থানীয় দুঃস্থ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেন গোড্ডার ডিট এস আচার্য সুধাময়ানন্দ অবধূত ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা৷